Guidelines for asking questions

  1. প্রশ্ন করার সময় তোমার প্রশ্নটি Question সেগমেন্টে বিস্তারিতভাবে লিখবে। ✨
  2. একসাথে একাধিক প্রশ্ন করা যাবেনা।সৃজনশীলের ক্ষেত্রে গ অথবা ঘ যেকোন একটি করে প্রশ্ন করবে। 📝
  3. অযথা ছবি অ্যাড করা যাবেনা। 📈
  4. তোমার প্রশ্নটি করার সময় তুমি কিরকম উত্তর চাও সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিচের উদাহরণটি দেখতে পারোঃ

    20ms120 ms^{-1} বেগে চলমান 200kg200 kg ভরের একটি ট্রাক একটি ভারী দেওয়ালে ধাক্কা দেয়। দেওয়ালে আঘাত খেয়ে ট্রাকটি পিছন দিকে 1.3ms11.3 ms^{-1} বেগে ফিরে আসে। আঘাতের সময়কাল 0.15s0.15 s হলে ঘাত কত? ট্রাকটির ওপর প্রযুক্ত গড় বল কত? এই প্রশ্নটির উত্তর আমি জানি কিন্তু আমি এর কনসেপ্টটি জানতে চাচ্ছি অথবা আমি শর্টকাটে কিভাবে করতে পারি?

  5. প্রশ্নগুলো সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে লিখবে। You have to avoid Banglish texts. 😤