
Shanaz Bagum student
Recently asked questions
হ্যাঁ ,এগুলো আমি অবশ্যই করবো, তবে ভাবছি পরীক্ষার পূর্ববর্তী রাতে ১৪০টি স্লাইড/পুরো ক্লাস নোট রিভিশন দেওয়া অসম্ভব এক্ষেত্রে কিভাবে রিভিশন দেওয়া যায় এই বিষয় নিয়ে চিন্তিত
আমি এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী, আমার এসএসসিতে রেজাল্ট আশানুরূপ ছিল না তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ হই এবং দ্রুততম সময়ে পদার্থবিজ্ঞান পুরো সিলেবাস অপূর্ব দাদার ক্লাসের মাধ্যমে শেষ করি এবং স্লাইডগুলো যথাগতভাবে করি আমার ইচ্ছা ছিল যে কোন পরীক্ষায় পুরো সিলেবাসটাই আমি পড়ে যাব অর্থাৎ কোন চ্যাপ্টার বাদ দেবো না সেটা যদি নিউটনীয় বলবিদ্যা তাও চেষ্টা করবো আনসার করার কিন্তু অপূর্ব দাদার মোট 24টি ক্লাস(নিউটনীয় বলবিদ্যা) করেছি এছাড়া ও বিভিন্ন অধ্যায় মিলে মোট ১৪০ প্লাস লাইভ ক্লাস করেছি এখন আমি চিন্তিত এত কিছু কিভাবে পরীক্ষার পুরো একটি সময়ে রিভিশন দিয়ে শেষ করব তো আমার রিভিশনের স্ট্যাটাজি টা কেমন হওয়া উচিত, কিভাবে রিভিশন দিব কম সময়ে ?