
Seyam Al Wasek student
Recently asked questions
8 নং প্রশ্নটাতে প্রযুক্ত গড় বল বলতে কি বুঝাইছে?? এবং সমাধান করে দেন

এটা সমাধান করে দেন

১৩ নাম্বার প্রশ্নটার টিক চিহ্ন দেওয়ার পরের অংশ থেকে যেভাবে করছে ওই প্রসেসের সাথে আমার অংকটা পার্থক্য কি নিয়ম অনুসারি তো করলাম। আর সূত্রটা তো ঠিক ভাবে বসাইলাম??? এখানে আমার প্রসেসে ভুল কোন জায়গায় হয়েছে এটা একটু দেখায় দেন। আর প্রসেসটা একটু বুঝিয়ে দেন

এই প্রশ্নের সমাধান হয়েছে কিনা একটু দেখেন তো?? আর না হলে সমাধান করে বুঝায় দেন।।।

আচ্ছা এখানে সমাধানটা কি ঠিক আছে?? প্রশ্ন বলছে বিরুদ্ধ বলের মান নির্ণয় করতে, কিন্তু বিরুদ্ধবল তো ঘর্ষণ বলটা আর এখানে ঘর্ষণ বলের কারনে যে মন্দন হয়েছে সেটাই বলা হচ্ছে বিরুদ্ধবল!!!! বিরুদ্ধ বলের মান বের করার জন্য আরেকটা তথ্য দেওয়া দরকার ছিল না????

এখানে দ্বিতীয় প্রশ্নের সমাধানে বেগ(-vsinø) ঠিক আছে। কারণ নিচের দিকে চিন্তা করা হয়েছে। কিন্তু অভিকর্ষণীয় ত্বরণ g সবসময় নিজের দিকে কাজ করে, এটাতো মাইনাস হওয়ার কথা?? পুরা জিনিসটা একটু ভয়েস মেসেজে বুঝাই দেন

এখানে ৯ নং এর ক টা একটু বুঝিয়ে দেন??? এখানে p বিন্দুতে বেগ কিভাবে বের করল বুঝলাম না?

এইখানে প্রথম বলের ক্ষেত্রে উপরে -u বিবেচনা করা হয়েছে সে ক্ষেত্রে g সর্বদাই ঋণাত্মক হওয়ার কথা। কাজেই প্রথম বলের ক্ষেত্রে, (V 1)²= (-u)²+2(-g)(+h) ; এরকম হওয়ার কথা। কিন্তু রাশিটা হয়েছে ধনাত্মক হিসেবে (+2gh)। শেষ বেগ নির্ণয়ের এই কনফিউশন দুটো একটু বুঝিয়ে দেন (ভয়েস মেসেজ)। বই আদৌ কি ভুল আছে???

বক্সে থাকা প্রশ্নটা বুঝিয়ে সমাধান করে দেন।
