গ্লুকোজ একটি তাপহারী দ্রব। 100°C তাপমাত্রায় পানিতে এর দ্রাব্যতা 45.5। এ তাপমাত্রায় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 0.95 এই অবস্থায় গ্লুকোজের 250mL সম্পৃক্ত দ্রবণকে 10°C তাপমাত্রায় শীতল করা হলে 11.5g গ্লুকোজ অধঃক্ষিপ্ত হয়। 10°C তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত?